কবি লিখেছেন, চাঁদের কলঙ্কে আতংকিত নদী
শঙ্কিত তার তট
তেলপ্রেমী হেসে উগড়ায়, কী কথার গাঁথুনি
অদ্ভুত শব্দের জট
তৈলক পলকে পদবীর পদ চেটে বলে-
উদ্ভট! সব উদ্ভট।

কবি হাসেন মৃদু আর বর্ণের সাথে করেন মিষ্ট গোলমাল
তোষামোদের বিষ্টায় নষ্ট নর্দমা, তবুও তারা খাচ্ছে গাল
তেলপ্রেমী, তৈলক করে হাসাহাসি, নদী ভরে হচ্ছে খাল।