আমার আছে ভালোবাসা তোমার কাছে কী
দিন কেটে যায় অভিনয়ে
                          তোমার সবই মেকি!

আমার কাছে জোছনা আকাশ, তোমার আছে কেউ?
মাথার উপর মেঘের বাড়ি
                                    নীল সাগরের ঢেউ!

বুকের ভিতর মন আছে, মনে আছে আলো
নিগূঢ় প্রেমে খেলা করে
                          সাদার সাথে কালো!

আমার ভিতর সত্য কাঁদে, তোমার কাঁদে কভু?
চোখের ভিতর সাগর সঙ্গম
                                  জল মেলে না তবু!

আমার আছে সরলতা, আকাশ নিচের মাটি
তোমার কাছে স্বার্থ বড়
                            সোনার চেয়ে খাঁটি!

আমার বুকে পাহাড় ব্যাথায় শীতল ঝর্নাধারা
তবুও তুমি আকাশ হয়ে
                              সাজছো ধ্রুবতারা !!