নীল-সাদা, হলুদও নই
আমি কৃষ্ণ লাল!
কালোও নই ফর্সাও নই
নিত্য তন্ত্র নাল!!


ডানা ছাড়াই উড়তে পারি
নই তো আমি পাখি!
তেল ছাড়াই চড়তে পারি
তবুও তেলে মাখি!!


সবাই মানে আদর করে
সতত ঠুকে সালাম!
আড়াল হলে চোখ কপালে
বানায় আবু-কালাম!


যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে
স্বতন্ত্র এক নীতি!
অন্ধ দ্বন্দ্ব মন্দ হয়ে
আমায় করে ভীতি!!


সবার চোখের ঘুম কেড়ে
আমার চোখের ঘুম!
আমি থাকি ঘুম ঘোরে তাই
সবার মনের ধূম!!


সবার মনে দ্বন্দ্ব জাগায়
আমার অভিনয়!
বলতে পারো সাহস করে
আমার পরিচয়???