সোনালি ধানের শীষ মনে আনে নেশার উন্মাদনা
শরীরের প্রতিটি কোষে ছড়ায় তান্ডব।
আমি এক সামান্য কৃষক, ক্ষেত মজুর
দুবেলা পেটপুরে খেতে পারলেই যে সুখি
লজ্জা নিবারণে এক টুকরো কাপড়
আর মাথার উপর ছাদ দেয়া কোনো আবরণ
কবি কিংবা শিল্পীর বিলাসী মনের জীর্ণ কুটির।
রাতে যদি হয় নির্ঝঞ্চাট ঘুম
তৃপ্ত হয় এ মন, চিরসুখি জীবন।


ফযরের সালাতের পর লুটিয়ে পড়ি আমার শ্যামল মাটির ক্ষেতে
কাটতে থাকি মাতালের মত পাকা ধানের গোছা
উধাও হয়ে যায় সমস্ত পৃথিবী, আমার থেকে
সোনালি ধানের শীষ ছাড়া
শরীরের কোষে, রক্তের কণায়, শিরায় শিরায়
আছড়ে পড়ে নতুন ধানের গন্ধ
আমি কাটতে থাকি, হারাতে থাকি পেশীর বিলাসীতা
মাথা থেকে পা পর্যন্ত ঘামের জলে
পুরোপুরি ডুবে যাই, ভাবি-
এতো পানি এলো কোথা থেকে
ক্লান্ত হয় মন ক্লান্ত হয় দেহ
হাত -পা, পেশী হয়ে উঠে অবাধ্য
তারপরও থামেনা মনের মাদকতা
শরীর মানতে চায় না মনের নির্দেশ
মন উঠে ফুঁসে নবান্নের বারুদে
রক্তে ছড়ায় সোনালী শীষের মাদকতা!