আবহাওয়ার পূর্বাভাস, আজ রাতে বৃষ্টি হতে পারে
ঝড়ো হাওয়ার সাথে প্রকৃতির উদার তান্ডবে
কখনো মোলায়েম স্বরে, কখনো বজ্র নিনাদ চিৎকারে
বৃষ্টি হতে পারে এখানে আজ গাছের পাতা ছুঁইয়ে
আকাশের বিশালতা ভেদ করে, আমাদের অচলায়তনে।
যতটা ভেবে রেখেছি, যতটা তাকে কামনা করছি
তারচেয়েও বেশি, হয়তো ধারণারও বাইরে
এখানে সে আজ কাঙ্খিত, আমাদের আশার ফুল
আকাশের ওপারে করুণার অসীম ধারা
তার পানে চেয়ে আছি, বৃষ্টির পূর্বক্ষণে।
এই বৃষ্টিতে যাক ধুইয়ে, ইতিহাসের সকল তিক্ততা
জমিনের নির্মম বাষ্পতা, পঙ্কিল পথের ধূলোবালি
যাক মুছে যাক শরীরের সব ক্লেদ আর ক্ষত।
এই বৃষ্টি কাম্য, এই বৃষ্টি আকাঙ্খার
এই বৃষ্টি আসন্ন, এই বৃষ্টি নবান্নের।
এই আসন্ন বৃষ্টিতে-
হয়তো মুছে যাবে আমাদের গোপনীয় সব ষড়যন্ত্রের ছক
কখনো তার উন্মাদনায় আমরাই যাব ভেসে!
বৃষ্টিটা ধ্বংসের, বৃষ্টিটা ত্রাস দমনে
বৃষ্টিটা হোক সকল কীটের মৃত্যুতে।


হয়তো আসবে চোখ ধাঁধানো আলোর রশ্মি ধরে
কখনো আকাশি বোমার বর্ষণে
যাবে কিছু প্রাণ অবহেলায়-
কিছুটা নির্মমতায়।


বৃষ্টি হবে আজ-
এই বৃষ্টি সব অনাচারের শেষ বিন্দুতে
এই বৃষ্টি নতুন অব্দের সৃষ্টিতে!
আমরা চাই, বজ্রবিহীন শান্ত জলের ধারা
শিলা নয়, বরফ নয়
মোলায়েম লয়ে- আলতো পরশে
আমাদের এই চর্বিত পৃথিবীর এক কোণে
বৃষ্টি হোক মুষলধারায়, প্রেমিকার আকূল টানে
বৃষ্টিটা এখানে যেন প্রেমের চুম্বনে।

বৃষ্টি হবে আজ-
বৃষ্টিটা জরুরী, বৃষ্টির ধারায় যাব হারিয়ে।
পুরাতন চিন্তাধারা ভেদ করে
পূর্বাশায় নবদিগন্তের সূর্যে।