সূর্যের তাপ পাও বা না পাও
          কিংবা চাঁদের আলো!
ক্রোধের আগুন পোড়াবে মন
          অহম ভীষণ কালো!!


সত্যিকারের মানুষ হতে
         অজ্ঞতাকে করবে দূর!
মাটির মত হও নরম
         চিত্তে নরম সুর!!


ঈমানদারের সত্য কথায়
         শয়তানের চক্ষুশূল!
রাত পায় না দিনের দেখা
         জল পাবে না কূল।।


জ্ঞানী লোকের কম কথা
         বিশ্বালয়ের শব্দকোষ।
শত্রুর চোখে ভাল মানে
          মস্ত রকম দোষ!!