আমি শুদ্ধতার খোজে ঘুরে বেড়াই, পাহাড় অরণ্য গিরি-খাদে
লিপ্ত হই না বেহুদা কাজে, পড়ি না শয়তানের কোনো ফাঁদে।।
আকাশের পানে স্রষ্ট্রাকে খুজি, খোলা প্রান্তরে কিবা নির্জণে।
কখনো বুঝি না নিঃস্বের আবেদন, জুলুম করেছি সাধারণে!!
জলে-স্থলে-মহা শুন্যতায়, করছি প্রভুর উপাসনা।
ধ্যানে মগ্ন প্রতিটি প্রহর, একাগ্রতায় আরাধনা!!
দেখি না সুনিপূণ আকাশ, মাখি না সোনালি কিরণ!
কোণঠাসা করেছি মন আমার, সংকীর্ণতায় জীবন!!
প্রভুর প্রেমে মত্ত আমি, চিত্তকে আত্মায় করছি শিকার!
জীবের দয়া বুঝি না কখনো, গ্রাস করেছি পরাধিকার!!


জঁপছি প্রভুর মধুময় নামে, সেবেছি পাথর দয়াময়
আত্মাকে আমি দিয়েছি শাস্তি, করছি দেহ ক্ষয়!!
যেই মুখে আমি প্রভুকে ডাকি, পরচর্চা করি সেই মুখে
নিজেকে ভাবি শুদ্ধ মানব, মত্ত সদা আত্ম সুখে!!
প্রভুর নামে সত্য বলি, মিথ্যে সব দেন-দরবারে
জঁপমালা হাতে উৎকোচ ধরি, পাপীকে ডাকি ঘৃণাভরে!!


মৃত্যুকে আমি কল্পে মাখি, স্বপ্ন ঘুমের ঘোরে
চোখের জলে শয়ন ভাসে, রাত জাগা ভোরে!!
প্রভুকে পাব তাই আমি দুনিয়াকে করেছি হারাম
কষ্টকে করেছি ধারণ, দরিদ্রতায় গড়েছি বালাম!!
প্রভুকে আমি চিনেছি বলা, প্রতারণার মহা ঠক
নিশ্চয়ই আমি ধোঁকায় লিপ্ত, বুঝি না সৃষ্টির হক!!