সংবিধিবদ্ধ জীবনশালায় সব কিছুতে সিদ্ধনাশ
নিষিদ্ধ প্রান্তরেও চলে সিদ্ধতার ঊর্বর চাষ
সিদ্ধকাজে বদলে মানুষ, কোনো এক বাহানায়
মানুষ সিদ্ধ নিষিদ্ধতায়, সিদ্ধতার আবদ্ধতায়
কুৎসিত আস্তাকুঁড়ে-
সেখানেও খুজে পবিত্রতায়
কোনো না কোনো বাধ্যকতায়!


আঁধারের কবিতাগুলো আলোতে কত প্রসিদ্ধ
আলোর জগতে তবুও আঁধার নিষিদ্ধ!


প্রকাশিত বিধানে সততার মোড়কে বিজয়ের গান
বিজয়ের কোণায় লুকায়িত কষ্টে নিষিদ্ধতার ভান
এটা নিষিদ্ধ
এটা আবদ্ধ
এটা মূখ্য, সবকিছু রাখঢাক!
জীবনের সংবিধিতে মাছ ঢাকি শাক দিয়ে
ধ্বংসের হয় উত্থান
                আইনের বিধান মান্যতায়!


এখানে সত্য নিষিদ্ধ
এই জনপদে আজ পবিত্রতা বন্দি
হিংস্রতার জোয়ারে চলে, রক্তপানের উল্লাস
এখানে ন্যায়ের কথা বলা
                   সংবিধিবদ্ধতার বেড়াজালে
বড় অসহায়!


এটা একটা নিষিদ্ধ কবিতার ভ্রুণ
বিষাক্ত দ্রোহের সুরে
তখনই বলবে হায়েনার দল-
একে বন্দি করো, নিয়মের অন্ধশালায়
সংবিধিতে নিঃসঙ্গতায়
এটা নিষিদ্ধ জীবনপাঠ!
এটা একটা নিষিদ্ধ কবিতা!