বৃষ্টি আসে বাদল মাসে
বৃষ্টি নামের জল।
আকাশ থেকে বাজায় ভেঁপু
ক্রুদ্ধ মেঘের দল!!


ডাকছে ব্যাঙ ডাকছে গরু
বকবকানি মাছি।
আঁধার নামে দিন দুপুরে
সন্ধ্যা কাছাকাছি।।


বৃষ্টি নামে বৃষ্টি গড়ায়
মাটি মায়ার কোল।
বৃষ্টি ভেজায় মন-বৃক্ষে
খাচ্ছে কেমন দোল।।


বৃষ্টি ঝরে মাতাল ঝড়ে
বৃষ্টি মত্ত আকাশ।
বৃষ্টি আমায় উদার করে
ঠান্ডা করে বাতাস!!


জীবন জাগে নতুন প্রাণে
নতুন মিষ্টি সুবাস
বৃষ্টি আমায় শোনায় গান
বৃষ্টিতে ফিস্ ফাস।


বৃষ্টিতে কাঁদি,বৃষ্টিতে নাচি
বৃষ্টিতে করি গান।
বৃষ্টিতে চিত্কার, হৈচৈ
বৃষ্টিতে সুধা পান!!


এই বর্ষায়, এই বৃষ্টি
রৌদ্র-ছায়ার খেলা
রাত নামে যে দিনে
দিনের সারা বেলা।।


(বর্ষার আয়োজনে)