এখানে আমি নেই তবুও আছে আমার ছায়া!
প্রীতির বাঁধন টুটেছে কবে, মিথ্যে স্নেহ-মায়া!!


আত্মার সাথে লড়ছি নিয়ত, ব্যর্থতার সততায়।
পরাজিত বারবার আমি, তোমার আচঁল মমতায়!!
যতবার আমি ভুলেছি তোমায়, নিয়েছো বুকে টেনে
আমার যাতনায় ছুটেছে তন্দ্রা, কষ্ট পাহাড় ধ্যানে!!
জীবনকে করেছি রঙ্গ-খেলায়, উদ্ভট খেলোয়াড়।
সময়কে করব ছেদন তাই ধরেছি নাঙা তলোয়ার!!


তোমার বুকে কন্টক গেথে, নিলাম তুলে ফুল।
আপনাকে আজ ভুলে গিয়ে আপনাতেই মশগুল!!
যতই ভাবি ততই বাড়ে অস্থির ভাবনায়!
সবই তোমার, যা আমি দিয়েছি তোমায়!!


জীবনের এই নাট্যমঞ্চে চরিত্র যত প্রকার।
যেন মনে হয় জীবনটাই, সময়ের পুনঃপ্রচার!!