শিক্ষাগুরুকে বললাম, আমাকে সোনার মানুষ হতে হবে
সোনার মানুষ হতে আমাকে কী করতে হবে?
তিনি বললেন- তোমাকে আগে মাটির মানুষ হতে হবে
আমি বললাম, আমি তো মাটিরই মানুষ!
তিনি বললেন- তোমাকেই মাটি হতে হবে
আমি বললাম, আমি তো মাটি থেকেই, মাটিতেই করি বাস।
তিনি বললেন-মাটির মত নিম্নগামী হও, আগুনের মত নয়।
বললাম, মাটিতেই করি চাষ, মাটিতেই সহবাস
মাটিকে আমি করেছি আপনার!
তিনি বললেন- যদি তুমি মাটি হতে না পারো, মাটিতেই মিশে যাও।
আমি বললাম, একদিন আমি অবশ্যই মাটির সাথে মিশে যাব!
তিনি বললেন- মনটাকে মাটি করো, না পারলে কখনো সোনার মানুষ হতে পারবে না।
আমি বললাম, মনটা তো সেই কবে কাদা-পানিতে ডুবেয়েছি।
তিনি বললেন- যখন তুমি মাটি হতে পারবে, তখনই তুমি তোমার সব জ্ঞান আর শিক্ষার সনদগুলো মাটিতে মিশিয়ে দিতে পারবে।
যখনই তুমি মাটির কাছে আত্মাকে বিক্রি করতে পারবে তখনই হবে তুমি সোনার মানুষ!