গুম, হত্যায় দোষ হবে কি, পার পেয়ে যায় খুনি সীমার!
খাচ্ছি আমরা ভেজাল ঔষুধ, ফরমালিনে আছে কী আর!!


বাসি খাবার হাসি মুখে খাচ্ছি আমরা হররোজ
কী যে খাচ্ছি রেঁস্তোরাতে কেউ নিচ্ছে না তার খোজ।
মাছ, মাংস কবেই ছাড়লাম, নিরামিষেও নেই ভরসা
প্রসাধনীর নকল মেখে চেহারাটা করলাম ফরসা।


মন্ত্রণালয়ের মন্ত্রী ভেজাল, ভেজাল পুলিশ বিভাগ!
কালোর ভিতর সাদা টাকা, বাড়ায় মনো বিরাগ!!
মন্ত্রীমশায় বেজায় খুশি, হাসছে অকারণ!
আকাশ ছোঁয়া দ্রব্যমুল্যে, নাকাল জনগণ!!


রক্ত গরম কর্মীসমাজ চাঁদাবাজির বাড়ায় খবর!
প্রতিবাদও কেউ করে না, করছে শুধু সবর!!


এতো কিছুর মাঝেও সুখি! বলুন মশায় উপায় কী আর?
খাচ্ছি আমরা ভেজাল ঔষুধ, ফরমালিনে আছে কী আর!!