আমি যাবো সেখানে, যেথায় এখনো যায় নি কেউ।
আমি হবো সেই সাগর, যেখানে নেই কোনো ঢেউ!!


নিজের ছায়ায় করি খেলা
খেলার তোড়ে কাটে বেলা
বেলা গড়ায় সন্ধ্যা নামে, নিঝুম বেশী চাঁদ।
স্নিগ্ধ আলো গালে মেখে
গালে ঝরা ফুল রেখে
ফুলের গন্ধে যায় ভেসে, আলো ছায়ার বাঁধ!!


আমি নাইবো সেই জলে, গা ভিজে না যেথায়!
ঝরনা ধেয়ে স্ফটিক জলে, দারুণ মনের ব্যাথায়!!


ঘোর লাগা ঘুরি পথে
পথ চলা এক সাথে
একসাথে ধরণীতে, থাকবার করেছি যে পণ।
শৃঙ্খল ভেঙ্গে করবো খন্ড
খন্ডতা আজ আমারই দন্ড
দন্ড আমার পাঁজড় ভেঙ্গে, বাড়ায় জ্বালাতন!!


আমি চাই সেই আলো, নেইকো যেথায় তাপ!
স্বর্গেও নেই কোনো সুখ, যদি থাকে শুধু পাপ!!


প্রভাতের নরম আলোর ধারা
আলোর ধারায় মরু সাহারা
মরুসাহারায় উঠা সাইমুম, প্রাণে আনে স্পন্দন।
বজ্রপাতের হঠাৎ চমক
চমকে উঠে ভীষণ ঠমক
ভীষণ ভাবে নড়ছে ধরা,গ্রন্থিহীনে এই বন্ধন!!


ভিজব আমি বৃষ্টি ধারায়, নেই কো যেথায় বজ্রপাত।
মেঘের ভেলায় ভাসব আমি  শুকনো রাঙা দন্তাঘাত!!