জীবনে সততাই আমার গলার কাঁটা!
                    আমার পূর্ণতার অনুযোগ
                    আমার দূর্বলতা।
জীবনে হীনমন্যতাই আমার অপূর্ণতা!
                     আমার ভুলের স্বরূপ
                     আমার একমাত্র ব্যর্থতা।                  
লজ্জাশীলতা আমায় করেছে মহান!
                    জীবন অসহনীয় ব্যর্থতায়
                    জীবনের সীমাবদ্ধতায়।


নিজেকে ভাল করতে গিয়ে, ভাল হয়ে
                    মনটা করলাম বড়।
                    নিজেকে রাখলাম ধরে
                    ছোট করে, আবদ্ধতায়
                    রীতি, সংস্কার আর নীতিতে।
আপনাকে আজ আপন করে পাই না
                    হতাশায় আর নিরাশায়
                    আত্মগ্লানী জীবনে দেখি
                    পরাজয়ের উল্লাস।
জীবনটা আজ বড্ড উন্মাদনায়, বিবেকের নির্মমতায়
                    কপালেই হাত চাঁপড়াই
                    মাথা ধরা আর ঘোর লাগা চোখে
                    অদৃষ্টের পরিহাসে।
জীবনের এই পরাজয়, আক্রোশে মনোব্যদনায়!
                    বারবার মাথা ঠুকি দেয়ালে
                    কেন ভাল হতে চাইলাম
                    কী দোষ ছিল, একটু খারাপ হলে!
জীবনের যাতনাগুলো, মাথার কষ্ট, নিংড়ে বেরোয়
                     কানের ছিদ্র পথে, ভাপশূণ্যতায়
                     নিষিক্ত ধূয়া চোখের পাঁপড়িতে দোলে
                     গলার কন্ঠনালী চিঁড়ে
                     তাপ ভাসে চোখের পর্দায়।
অবশ জীবনে অকেজো মনের ঘরে, ইদানিং-
                    মাথাটা আর কাজ করে না
                    চিন্তায়, চেতনায়।
                    হাত বাড়ালেই পরিত্রাণ জানি
                    তবুও পারি না বাড়াতে
                    জীবনে একধাপ
                    ভাগ্যের নিষ্ঠুরতায়!