ব্যথা!
প্রচন্ড ব্যথা!
লাল ব্যথা, নীল ব্যথা, হলুদ ব্যথা
মাথা ব্যথা, গলা ব্যথা, পেট ব্যথা
চোখের মণিতে ব্যথা, কানের পর্দায় ব্যথা
কপালের শিরায়, নাকের ফুটোতে ব্যথা
পেটতন্ত্রে আর নাভির মূলে ব্যথা
হৃদরোগে আর মনোরোগের ব্যথা
বাহিরের ব্যথা, অন্তর্ব্যথা!
চারিদিক অন্ধকার নামানো ব্যথা।
মৃত‌্যু যাঞ্চা ব্যথা, জীবন হারানোর ব্যথা
ঘাড় ব্যথা, পিঠ ব্যথা. কোমর ব্যথা
বড় বড় বস্তা, বাক্স, খাঁচা আর কার্তুজ
ঊঠানো আর নামানোর ব্যথা
ইট, লোহা, সুড়কি, কংক্রিট আর বালুকার ব্যথা
ব্যথার ভিতর ব্যথা
ব্যথার জন্য ব্যথা!
ব্যথাহীন ব্যথা
সত্ব ত্যাগের ব্যথা, আপনাকে হারানোর ব্যথা
বুকে জমানো খেদ, ক্লেশ, কষ্ট
অভিমান আর
আত্মধিকৃতির ব্যথা।
সত্য চাঁপার ব্যথা, মিথ্যাভিনয়ের ব্যথা
ব্যথার মোড়কে ব্যথা, খোলসে ব্যথা।


সাদাকালো ব্যথা, রঙিন ব্যথা
হৃদপিন্ডে তড়িৎ প্রবাহের ব্যথা
আগুনে পোড়া ক্ষতের ব্যথা
অর্থ-যশ হারানোর ব্যথা
গ্লানীর ব্যথা


টক ব্যথা, ঝাল ব্যথা, মিষ্টি ব্যথা
আশার ব্যথা, ভালবাসার ব্যথা
না পাওয়ার ব্যথা।


জীবন চলার উৎসাহ হারানোর ব্যথা
স্বপ্ন ভাঙ্গার ব্যথা
ব্যথা আর ব্যথা
ন্যায়কে ধোঁকায় ফেলার ব্যথা
মিথ্যা কথা বলার ব্যথা
জিহ্বা প্রেষণের ব্যথা
পরচর্চা, পরনিন্দা, চোখলখুরি, অপবাদ
মনোঘাতের ব্যথা


ছোট ব্যথা, বড় ব্যথা
ব্যথা মাঝারি
ব্যথা ভরা সংসার
ব্যথাময় পৃথিবীতে
ব্যথারই জয়!