মন আমার
         আকাশ কালো মেঘের ভেলায়
                           উপচে পড়া হাসি!
মন আমার
          কৃষ্ণরাতে গুহায় থাকা
                          নিকষ চোরা ফাঁসি!!


উদাস মন
      মনটা আমার, বিষণ্ণতার ছায়া
                      কেমন যেন মায়া
                 ভোরের শিশির কায়া


দুখী মন
   মনটা আমার, ভাদর মাসের খরা
                        লাগল বুকে ধরা
                        স্নেহ-প্রেমে গড়া


ব্যর্থ মন
         মনটা আমার, প্রেমের মাঠে
                       শুধুই একা হাঁটে
                      কৃষ্ণ জীবন কাটে


ভাবুক মন
            মনটা আমার, শুধু কাঁদে
                           পরের ফাঁদে
                   জীবন জটিল খাদে


কামুক মন
          মনটা আমার, সবার সাথে
                     দিন হারিয়ে রাতে
                        স্বপ্ন মায়া গাথে


অচিন মন
       মনটা আমার, দুখের ভেলায়
                         হারায় খেলায়
                 জীবন-যাপন খেলায়


পাগল মন
মনটা যখন আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা
                             হাতের রেখা
                   মিল অমিলের লেখা


স্বপ্নীল মন
            স্বপ্ন বিভোর জীবন খেলায়
            উদার হয়ে ভাবতে শেখায়
               মনের লীলা বুঝতে দায়