যখন নামে নদীর ঘাটে
            আলো ছায়ার বেলা!
গোধূলিতে তখন কেমন
            সন্ধ্যা রাগের খেলা!!
কল্পতরুর দুটি ডালা
            কাঁধের মাঝে মিশে!
এক হয়ে যায় স্বপ্নমায়া
            রক্ত চোষা বিষে!!


হাওয়ার দোলা খায় না ওরা
             হাসে একা একা।
এক পলকে ঘোর কেটে যায়
             ভাঙ্গে ভাগ্যের চাকা!!
আঁধার নামে দু,চোখ ভরে
             ভর দুপুরেই কালো।
আপন মনে স্বপ্ন গাঁথা
              সব কিছুতেই ভালো!!


ইচ্ছা ফড়িং মনের সুখে
            আকাশ তরে ভাসি।
কল্পসুখে মেতে ভুলি
             রক্তচোষার হাসি!!


হাজার মনের কষ্ট বুকে
              ভুলি স্বপ্ন আশা।
ভূস্বামীদের গোলক ধাঁধায়
              মিথ্যে ভালোবাসা!!