খুনসুটিতে হাত বাড়ায়
          রাত জেগে সে নিত‌্যদিন।
          মুখে বাজে কান্নার বীণ।।
চুল ধরে সে খামচিতে
দম ছুটে যায় দাম নিতে
          চোখে মুখে অবাধ সীমায়
          কচি হাতের তীক্ষ্ণ থাবায়!
তিব্র ব্যথার স্রোত বয়ে যায়!
সব সয়ে যাই অবলীলায়!!
         কচি মুখের পানে চেয়ে।
         হাসি খুশি সিক্ত ব্যঞ্জণ
         আমার রিক্ত গা বেয়ে।


ঐ মুখে যে আমার সুখ
আমার চোখে তারই মুখ
          আমার শীতল রাত্রি-দিন।
তার হাসিতে ভীষণ হাসি
তার কান্নায় জলে ভাসি
বিস্ময় সে আকাশ ছোঁয়া
          মুগ্ধতায় সীমাহীন!!


তার মুখে যে শব্দগুলো
           অবোধ্যতায় ঘাম ঝরে।
আমার প্রাণের শীতলতায়
           সরলতার নির্ঝরে
মুগ্ধ চোখে চেয়ে দেখি
          অভিমানীর গাল ফোলা।
রক্ত আমার তার শিরাতে
         নিত্য আমায় দেয় দোলা!!