মনটা আমার বর্ষাকালের
       ঝুম ঝুমান্তি জলধারায়।
হঠাত্ করে রাগ বিরাগের
       জ্বলছে আলো বজ্রথাবায়!!


মনটা যেন জল-পুকুরে
       ডুবোহাঁসের ক্লান্তি বিলাস।
সাতার কাটে রাত-দুপুরে
        জলারণ্যে গড়ছে নিবাস!!


মনটা এখন ঝর্ণাধারায়
        কলকলিয়ে স্রোত-খাড়া।
ঝরছে পানি মন সাহারায়
        বুকের জমাট রক্তধারায়!!


মনটা আমার বৃষ্টি ভেজা সুরে।
মনটা এখন যায় হারিয়ে দূরে।।