তুচ্ছ ঘটনার প্রবাহে
          ভাঙ্গে পাহাড়- পর্বত
          আকাশ প্রাচীরের সীমানায়
          কোনো এক অন্তরালের ঢেউয়ে।


           ছোট বিন্দুর আকারে
           যায় না বোঝা তার পরিধি
           কোন দিগন্তে তার সীমা
           কোন সাগরে তার অর্ন্তবাস।


হাসি মাখা মুখের ভাষাও কখনো
            সহজে যায় না পড়া
            কী যে অদ্ভুত অভিব্যক্তি তার কপালের ভাঁজে
            আলো ছায়ার খেলা চলে সেথায়
            যেন কোন নিয়মে।


জীবনের পাওনা, চাওয়ার তফাত
কত না মধুর কল্পনা
লুকানো সাধের স্বপ্ন ভেলায়
চড়ি তাতে
আর শূণ্যে ভাসি।


কোনো এক মাটির ঢিলে
কখন যে যায় ভেঙ্গে
আমার কাঁচের বসত ভিটা


সব হারিয়ে আজ পথের ধারে
বসে আছি কোনো এক বৃক্ষতলে


যেদিকে তাকাই, সবই আমার
অসীম সীমানায়।