স্বাধীনতা আমার
         স্বাধীনতা
                 হাজার বছর ধরে
ক্ষমতার সাথে ক্ষমতার  
         লড়াই
                 স্বার্থ মোহের তরে।


যার আছে, তার চাই
        আরো
              সীমানার প্রান্ত ছুঁয়ে
যত চায় তার চেয়েও
        বেশি
               আকাশের আচঁল ধুঁয়ে


স্বাধীনতা শেখায়
        দূর্বার গতিতে
        দূর্নীতির দরজা খোলা
ছারপোকায় ভরা দেশটা
        আরো আছে
        টিকটিকি, আর শোলা।


মাঁকড়সার জীবনে যত জাল
        ততো প্যাঁচ
               জীবনে সবার।
সূর্যের আলোতে স্বাধীনতা
        কখনো
              আলো আর আঁধার!!


স্বাধীনতা এখন স্বাধীনতা
         শত বছর ধরে
মুক্তির উচ্ছ্বাসে সাধারণ জনগণ
        বন্দি আইনের ঘরে।
আশা নিরাশা, স্বপ্ন-হতাশা
        মুক্তির চির ক্ষুধায়
না খেয়ে জনতা, পেট পুরে নেতা
        অমিয় সুধায়।


স্বাধীনতা আমার আইনের শাসনে
           শাসকের বাড়া হাত।
স্বাধীনতা মানে দেশ, রাজনীতিতে
          দ্বন্দ্ব আর সংঘাত!!
স্বাধীনতা আমার মৌলিক চাহিদায়
          গলার ফাঁস।
স্বাধীনতা শুধু ভোটাধিকারে
          জনতার রক্ত ও লাশ!!