আমার শখের কাঠবিড়ালি
জামা পড়ে জোড়াতালি!
তালি দেয়া গড়ের মাঠ
কাঠবিড়ালি খায় না কাঠ!


         রোজ চড়ে সে মগডালে
         ঝুলে আছে ইরা খালে।
         জলের ছায়ায় নিজের ছবি
         ডালে বসে দেখছে সবই!!


কাঠ না খেয়েও কাঠবিড়ালি
খায় সে কলা এক হালি।
মাটির উপর গাছের ডাল
তার ওপরে কাঠবিড়াল!!


        এই বিড়ালের নেই কো থলে
        চড়তে মানা শুধু জলে।
        গভীর জলে বোয়াল মাছ
        মাছের পেটে টাকার গাছ!!