সততার বস্ত্রে নিজেকে ঢেকেছি, গায়ে লজ্জার বর্ম
         মাথায় উদার বর্ণিল টুপি
         ক্ষণে পাল্টায় রঙ বহুরূপি
চিত্ত আমায় করেছে উলঙ্গ, নষ্ট আমার ধর্ম!!


পেটের ক্ষুধা জয় করেছি, কাঁধে চড়েছে লোভ।
           নষ্ট শাখায় পিত্তগাছ
           ডাঙায় চড়ে জলের মাছ
আবেগকে উড়ায় লাগামহীনে, পিষছে মনের ক্ষোভ!!


মেঘে ঢাকা আকাশ কালো, তার উপরে সুখের বাস
           নিচে সাগর উপরে ঢল
           তৃষ্ণায় তবুও নেই জল
দাসীর গর্ভে মনিব বাড়ে, সবাই আবার তারই দাস!!