প্লাবিত করো মন আলোর ঝর্ণাধারায়!
                 আঁধারের পাশে তুমি কিংবা ঘোরে
                 তারপরই দেখা দেবে
                 থেকো না তখন ঘুমে।


প্লাবিত করো মন আলোর ঝর্ণাধারায়!
              মনের গভীরে থাকা দ্রোহের কণা
              ঈর্ষার তরঙ্গে হারিয়ে যাওয়া প্রাণে
              ক্ষোভ কিংবা লোভে
              মৃত বিবেকের পড়ে থাকা খোলসে
              সব সময়ই উঁকি দেয়
              জোছনার আলোকধারা
              গায়ে মেখে করো সাফ
              জীবনের সংকীর্ণতা।


প্লাবিত করো মন পাহাড়ের ঝর্ণাধারায়!
               রুক্ষ মাটির মরা তৃণলতা
               পাতা ঝরা মনবৃক্ষে
               ফুলের কলি কবেই যায় হারিয়ে
                শুকিয়ে যাওয়া কান্ডটায়
                প্রাণের বারিধারায়
                বেড়ে উঠুক সজীবতায়।


প্লাবিত করো মন শ্রাবণের জলধারায়!
প্লাবিত করো মন চৈত্রের তপ্তধারায়!!