বুকের জমাট ব্যথার তুষারে, শীতল পাথর রূপ
চারিদিকে শোকের মাতমে আজ
                                    সবাই কেমন চুঁপ।
সবাই বলে, শোকে পাথর! কান্নাই যেন সব
সবার মাঝে কষ্ট চাপা, যন্ত্রণার কলরব
আমি দেখি শুণ্য চোখে, ভাবি খালি মনে
বিশাল জগত, মুক্ত অবয়বে কাটাই ভুবনে।
হঠকারিতার মাঝে লুকানো মানবতার ডাক
বিবেকের চিৎকার বদ্ধঘরের আওয়াজ
                         সভ্যতা আজ নির্বাক!
রক্তজবায় বুক কাঁপে না, শীতল মনের কুঁপ।
তাদের গানে প্রাণ নাচে না তাই
                        আমি এখন হয়েছি চুঁপ!


চোখে পড়েছি রঙিণ চশমা, কানে মেরেছি তালা
আমি নির্বোধ আমি  উন্মাদ!
                           আমি বধির, মুক ও কালা।


শোকের জলে বরষাধারা, ঝরে রক্ত-বৃষ্টি
নিজেকে নিয়ে তৃপ্ত সবাই,
আপনাকে লুকাই ঘরের কোণে
                             আত্মসীমায় দৃষ্টি।
বিবেকের পাঠ গর্তে লুকায়, আইনের বজ্র ফাঁক।
মানবতার আর্তনাদ ছাপিয়ে শুনি
                               হিংস্রতার ভয়াল ডাক!
হৃদয়ে জমে ক্ষুব্ধ চিৎকার, মস্তিষ্কে বর্জ্যের স্তুঁপ!
চারিদিকে শোকের মাতম,তবুও আজ
                                      সবাই কেমন চুঁপ।