বনের ভিতর আগুন জোছনা
ভর যৌবনে চাঁদ
স্নিগ্ধ মায়ায় জ্বলসে ফুল
ভাঙ্গে আলোর বাঁধ
কাতরতায় মরে বনের বৃক্ষ!
ভাবছে সে আনমনে, ঈর্ষায় জ্বলে বুকের ঘা
কলঙ্কটা আছে কোথায়
কোথায় চাঁদের দোষটা ?


মৃগয়ায় আছেন বাদশাহ আকবর
সাথে তার বীরবল!
বনের ভিতর বাঁকা গাছে বাদশাহর প্রশ্ন
গাছটা কেন গড়ল?
বীরবল বলে, কারণ তো একটাই
এটা হলো যে বনের জামাই।
জাঁহাপণার জিজ্ঞাসিব চোখে বীরবল বলে,
প্রবাদ কি পড়েন নি হুজুর!
সব সময় বাঁকাই থাকে, জামাই আর কুকুর।


বাদশাহ শুধালেন, আমার জামাইও কি তবে....?
জি জাঁহাপণা
তাহলে তাকে শূলে চড়ানো হবে...........
এই তার দন্ড।
কদিন পর-
বীরবল সাথে নিয়ে এলো তিনটি শূল, একটি সোনার
একটি রূপার, একটি তামার।
বাদশাহ বলেন, তিনটি কেন বীরবল?
বীরবল বলে চোখে নিয়ে জল-
একটি আপনার জন্য, একটি আমার
জামাইয়ের জন্য একটি আরো।
বাদশাহর প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে বীরবল বলে,
আমরা সবাই জামাই  কারো না কারো
বাদশাহ পেলেন লজ্জা আর উদয় হলো বোধ।
পরের শ্রীতে হয়ো না এতো কাতর
নিজের শ্রীতে জাগাও প্রতিশোধ।