অপরাধের ছায়াগুলো গাঢ় আঁধারে
             স্বপ্নের নিষিদ্ধ আস্তানায় জমাট বাঁধে।
             তারপর বলা হয়
             এটা একটা দুর্ঘটনা!


সুন্দর আর চিত্তাকর্ষক অনুভূতি
              ভালো লাগার মুহূর্ত
              হঠাৎ হৃদাঘাত
কষ্টের কান্নায় বদ্ধ পরিবেশ, অশুভ প্রহর
            অপেক্ষায় আর ধৈর্যে চলে
            সহ্যের প্রতিযোগিতা
            তারপর বলা হয়
            এটা একটা দুর্ঘটনা!


শরীরের চাহিদাগুলো, মনের গভীরে
          প্রকৃতির উদারতা অথবা
          প্রেমময় ঘটনা
          জীবনের সফলতা আর অভিজ্ঞতায়
          ভালোবাসার আসক্ততায়
          ক্ষণিকের সফলতা
তারপর যখন পার্থক্য হয় দূরত্বের
          আরো দূরে ঠেলে তাকে
          সময়কে করি অসহনীয়
          অনেক গবেষণায়
          আর কষ্টে বলি
          এটা একটা দুর্ঘটনা!


মেধাময় জীবনে, বুদ্ধির সরলতায়
           অথবা মিথ্যা গর্বে
           পরিশ্রমের অর্জন পিছনে ফেলে
           অহম আর হিংসার তরীতে
           ধ্বংস সিন্ধুতে ইচ্ছে সাতার
          ডুবে যাই অতলে
          পরকে ডুবাই, নিজে ডুবি
ভাবি
             এটা ছিল একটা দুর্ঘটনা!