আমার মন চায়, পাগলা কুকুর হতে।
তারপর জীবাণুর লালা দিয়ে
আর সব কুকুরদের কামড়াই
আনন্দবিলাসে ছড়িয়ে দেই
জলাতঙ্ক।
যারা শ্যামল কোমল বাংলাকে করেছে ক্ষত বিক্ষত
সবুজের বুকে বসিয়েছে লালিমার কলঙ্ক।
জোছনাকে করেছে রক্তাক্ত, রাতকে করেছে কলূষিত।


কখনো মন চায়, শকুন হয়ে যাই
আর সব গলিত লাশে কামড় বসাই
ধ্বংসস্তুপে খুজি বাঁচার প্রেরণা
গিলে খাই পঁচা মাথা।
যারা পরের সৃষ্টিকে লুট করে, মেধাকে করে চুরি
গড়ে তুলে মহাকাব্য! আঁকে বিশ্বের কল্পচিত্র।


কখনো মন চায়, হায়েনা হয়ে উঠি
আর সব পশুদের মাংস কামড়ে
রক্তাক্ত করি হৃদয়ের জমিন
যারা পরের খাদ্যে নিজের জীবিকা বানায়
পরের আস্তানায় গড়ে আপনার বাসস্থান।


কখনো মন চায় ছারপোকা হতে
কিংবা উভচর জোঁক।
আনন্দচোরদের যন্ত্রণা দিয়ে
আর সব জানোয়ারের রক্ত চুষি।
যারা সত্যের সাথে মিথ্যাকে মেশায়
বারেবারে ধোঁকা দেয় জনতায়
আর মগজ আর কন্ঠকে বিক্রি করে
মানবতার বিনিময়ে।


কখনো মন চায় মশা হতে
খুশি ভরা কোনো রাতে, অথবা নৈশবিহারে
জীবাণুর হুঁল ফুটিয়ে করি উল্লাস
ডেঙ্গুর মরণ ছোবলে।
আর সব কীট পতংগের অহম গায়ে
অথবা ঘুমবিলাসীর কানে শোনাই
অশ্লীল ক্ষমতার সঙ্গীত।
যারা গান গায় না, গান শুনে না
গানকে করে না আপন
কেড়ে নেয় শুধু পরের গানের গলা।


কখনো মন চায় ভূত হয়ে যাই
ঘাড়ে চেঁপে তাদের করি উন্মাদ।
আর সব জনতার নেতাদের আস্তানায়
দিনে কিংবা রাতে
ভর করি ঘাড়ে আর মাথায়
যারা রাজনীতি করে, বুঝে না নীতি
ক্ষমতা পেতে চায়, করে না সম্প্রীতি!!