'দানবীর' এই খেতাবটা কখন থেকে নেতার হলো।
                                               - উদাসকবি


দশটা টাকা দান করা হবে, তার জন্য অধীর আগ্রহে
হাজার হাজার ব্যাকুল অসহায় প্রাণী ছুটে আসছে
ভোর থেকে ইস্কুল মাঠে, কখন আসবে নেতা!


এ মাঠ সেদিন ফাকা ছিলো না
ইস্কুলে ছিলো না শিক্ষার্থীদের কোলাহল, পাঠে কিংবা মাঠে
প্রকৃতিপ্রেমী কোনো ভবঘুরে
অথবা রাখালের গরু-ছাগল।
তাহলে কী ছিল সেদিন?
কেমন ছিলো মাঠের পরিবেশ!


( জেনো রেখো, দিগন্ত লালিমায় সূর্য ডুবে যেমন
তেমনি ডুবেছিল সেই শতাব্দীতে।
জনতা ছিল অপেক্ষায়
আবার হবে সূর্যোদয়, প্রতিদিনের মত
ভোর হবে, পাখিদের কোলাহলে জাগবে প্রকৃতি
সূর্য আর উঠে না পূবাকাশে
দূর হয় না আঁধার
জনতা তখনো বেঘোরে ঘুমায়
অনাগত শিশুরা তখন কাঁদে।)


হে তথ্যযুগের, হে আগামীর নেতা
ড্রয়িংরুমের সোফায় বসে, অথবা কোনো প্রেক্ষাগৃহে
বাদাম খেতে দেখবে এই প্রতিচ্ছবি
অথবা-
একদিন জানবে ইতিহাসের পাতা থেকে
জাদুঘর কিংবা চিড়িয়াখানার কোনো খাঁচা ঘুরে
আমি তোমাদের কথা ভেবে
লিখে যাচ্ছি কবিতার পাতায়
হে আমাদের অনাগত মহান নেতা!


সেদিন ছিল আকাশে ঝলমলে রোদ
বিকেলটা শান্ত, নীলিমার চাদরে।
যান্ত্রিক আর কাগুজে, শতরকম মাধ্যমের প্রাণচঞ্চল কর্মী।
চারদিক ছিলো সরকারী প্রহরী ঘেরা
মহান নেতার সুরক্ষায়! মহান দাতার হেফাজতে।


এই মাঠে সেদিন ছুটে এসেছিলো উন্মুখ কাঙালের দল
ক্রুদ্ধ, ক্ষুব্ধ, ক্ষুধার্ত নিবারণের মিছিল
অসহায় নর আর নারী, শিশু থেকে বৃদ্ধ
হাজার হাজার বুভুক্ষের শ্লোগানে
মাঠটা ভরে গিয়েছিল কাণায় কাণায়
দশটা টাকা পাবে বলে, হয়তো কেউ একজন পাবে
তারজন্য অধীর আগ্রহে জনতা
কখন আসবে দানবীর, কখন আসবে জননেতা।


নেতার অনুষ্ঠান প্রচারণায় মাত্র দশলাখ
কর্মীসভা আর সংযোগে দশ লাখ
মঞ্চ আর প্যাডেলের সাজ-সজ্জ্বায় অর্ধকোটি
ক্যামেরা আর সাংবাদিক ভাড়ায় দশ লাখ টাকা।
তারপর আছে আপ‌্যায়ন আর উপহার প্রদানের খরচ।
এই না এলাহী ব্যাপারের পর....


নেতা এলেন বিপুল করতালি আর পৃথিবী কাঁপানো ধ্বনীতে
বীরদর্পে মঞ্চে উঠলেন নেতা, মাঠে উত্তাল জনতার ঢেউ
নেতা হাত নাড়লেন, জনতা চুঁপ
নেতা শোনালের তার মূল্যবান নসীহাত
দানের মাহাত্ম্য আর ফযিলাতের কথা!
ব্যকুল জনতা শুনল ঘামে সিক্ত হয়ে
তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ
নেতা হাতে নিলেন দশটি টাকা!
মাঠে উঠলো ঝড়, জনসমুদ্রে শুরু হলো...
ভুমিকম্প অথবা মরণতুফান।
পরদিন খবরের কাগজে শিরোনাম
পদপিষ্ট আর চাঁপাচাপিতে কেউ হলো হত, কেউ হলো পঙ্গু!
নেতা পেলেন উপাধী 'দানবীর'
সেই থেকে দানবীর খেতাবটা নেতার হলো।


xxxxxxxxxxxxxxxxxxxxxxxx
মাঝে মাঝে মজারও দরকার আছে! তাই আজকের এই নিবেদন কবিতা আসরে। বলুন তো কবিবন্ধুরা, এই কবিতা কোন কবির কোন কবিতার প্যারোডি?
বি.দ্র.: সঠিক উত্তরদাতার জন্য কোনো পুরষ্কার নেই! না পারলেও তিরষ্কার নেই।