আমি হয় তো একজন কবি?
না! অবশ্যই না।
বড়ই অদ্ভুত.
একটা শব্দও লেখা হয় নি
হৃদয়ের কলম দিয়ে
শুধুই পাগলামি।


আমি কি চিত্রশিল্পী নই?
হয়তো বা................
একটা রঙও নেই
হৃদয়ের ক্যানভাসে
..............মনমরা।


একটা সঙ্গীত, তারপর,
এমনকি কোনো সুরও নেই
হৃদয়ের তানপুরায়
স্মৃতি ব্যদনায়।


তাহলে আমি কী?
একটা লেন্স বসিয়েছি
মনের ভিতর
মানুষকে দেখানোর জন্য!


তারা কারা?
আমার অন্তর পরিবর্তনকারী
সর্বদা।


(মুল কবিতা ইতালিয় ভাষায়, আলদো পালাতসেসকির "সন ফরসে ওন পয়েতা" (son forse un poeta)