মনের ভিতর ছিদ্রপথে
            নষ্ট কীটের বসত!
            বিবেকটা পচে গেছে
            বহুদিন আগেই
দূর্গন্ধে নাকাল শরীরের প্রতিটি কোষ।


বুদ্ধিগুলো এখানে প্রাগৈতিহাসিক!
চেতনার অলঙ্কারগুলো
যাদুঘরে বাক্সবন্দি।


           চোখের তারা নষ্ট
           কানের পর্দায় ফুটো।


ডান পা অচল
বাম পায়ে পচন
হাতদুটো শিকলে বাঁধা


মাথার কোষে গোবরে পোকায়
শিরা আর উপশিরায়
জীবাণূতে ঠাসা।
উদর পুর্তি পতঙ্গের বিষ্টায়
মুখজুড়ে নরকের শিখা
আকন্ঠ
নিজে জ্বলি
জ্বালাই আর সবাইকে।
×××××××××××××
০৩.০৮.২০১৪ (রোম)