মানুষ হয়ে জন্মেছি তাই
আমরা জন্ম দেই
মানুষ ধ্বংসের সব উপাদান।


মানুষ হয়ে জন্মেছি বলে
মানুষ ছাড়া আর সবাইকে বলি
অমানুষ!
তারপর নিষ্পাপ, অবোধ সেই সব অমানুষদের ঘৃণা করি।


মানুষ হয়েছি বলে,
না চাওয়াকে ভাবি ব্যর্থতা
স্বপ্ন দেখাকে বলি দূর্বলতা
কেড়ে নেয়াটাই বীরত্ব!
ধ্বংসই জীবনের সফলতা।


মানুষ হয়েছি বলে,
সফলতার প্রহরে নিজেকে গর্বিত করি
আনন্দে মাতি, আর ভাবি
নিজেদের অর্জন।


মানুষ হয়েছি বলে,
নিজেদের অনাসৃষ্টি আর ব্যর্থতাকে দূর্ঘটনা বলি
অপূর্ণ আশা আর অতৃপ্ত কামনাকে দুর্ভাগ্য বলি
নিজেদের অর্জন আর সভ্যতা চুরিকে
প্রকৃতির আগ্রাসন বলি।


মানুষ হয়েছি বলে,
কখনো হাসি-কান্নার
কখনো মন খারাপের
আর রঙ বদলের অভিনয় করি।


মানুষ হয়েছি বলে,
রক্ত দিয়ে পবিত্র করি জীবনের মূল্যবোধ
ঘোর আঁধারে আলোর পথ খুজি
অতলে ভেসে থাকি খড়কুটো ধরে
জীবনের মূল্য পাই অমূল্যের কাছে।


মানুষ হয়েছি বলে,
বাঁচাকে গলা টিপে মেরে নিজে বাঁচতে চাই!
মানুষ হয়েছি বলে,
কখনো আমরা মানুষ হতে চাই না।


××××××××× (১৭.০৮.১৪)×××××××××