এখনো আছে সুনীল আকাশ
জোছনা ভরা শুভ্র মায়া রাত।
গহীন বনে প্রকৃতির উচ্ছ্বাস
শ্যামল বুকে সোনালি প্রভাত!!


এখনো আছে ডুব পুকুরের মাঝে
শাপলা শালুক পানা পদ্মপাতা।
শরতের বৃষ্টিতে মাছ ধরা সাঁঝে
পূর্ণ হয়ে উঠা রূপালি কবির খাতা!!


আম জাম কাঠাল লিচুর বাগান
দিগন্তজুড়ে ফসলের মাঠ
তরি-তরকারীতে ভরা কৃষাণের মাঁচান
ভরা শ্যামল শষ্যের পাঠ!!


এই আমাদের নবীপুর গ্রাম
মেঠোপথে মেটে পথিকের সাধ।
সবুজ সরলতায় ভুলে বিশ্রাম
মাটির বাড়ি, ছনে গাঁথা ছাদ!!


খাল, বিল, পুকুর কত জলাধার
মাছ ভরা সব, দৃষ্টিবিলাস।
বাঁশঝাড় ঘেরা বাড়ি যে আমার
ফুলবাগানের সুরভিত নিবাস!!


এখনো আছে কোকিলের ডাক
ঝিঁঝি পোকা আর ভ্রমরের গান।
মাঝরাতে কখনো শিয়ালের হাঁক
বৃক্ষলতার মায়াবী কলতান!!


আছে খেলার মাঠ আর ডোবা খন্দ
জীর্ণ কুটির প্রকৃতির খাম-খেয়ালি।
কিছু পাকা ঘর, সময়ের ছন্দ
কখনো দেখবে বানর আর কাঠবিড়ালি!!


মুয়াজ্জিনের আযানে গ্রাম জাগে ভোরে
ফযরের পর চাষি যায় মাঠে।
হৈ হুল্লোড়ে সকাল হাঁস-মোরগের শোরে
মক্তবে যায় শিশু ধর্মীয় পাঠে!!


এই আমাদের গ্রাম, বাংলার মাটি
সিক্ত হয়েছি তারই চোখের জলে।
শাণিত প্রেমে মনটা করে খাঁটি
শীতল হয়েছে প্রাণ, তার ছায়াতলে!!


××××××××××××××
১৯.০৮.২০১৪