জগতের সেরা দান
কিভাবে করি সম্মান
ওগো আমার ভালোবাসা, স্নেহের আঁধার।


হাত উঁচু করে
প্রার্থনা প্রভুর তরে
জান্নাত যেন নসীব হয়, পিতামাতায় আমার!!


মুছে সব ভুল ভ্রান্তি
তাদের আত্মায় দাও শান্তি
ক্ষমা করো প্রভু তাদের গুনাহে কবীরা।


স্বর্গীয় সজ্জ্বায় ভরপুর
মরণে দাও নূর
কবরকে করো জান্নাত, শীতল ধারা!!


"রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা"


কত কষ্ট, কত বেদনা দিয়েছি তাদের
সব ভুলে মিটেয়েছে, পূর্ণ সাধের
দিয়ে গেছে সবই, চায় নি তো কিছু আর
কষ্ট দিয়েছি শুধু, করি নি কিছু দু:খ ভোলার
যতই ঝরাই রক্ত ও ঘাম
মিটবে না কভু আঁচলের দাম
কখনো দাও নি তবু অভিশাপ
                যত দিয়েছি পীড়া
শীতল করো প্রভু ! তাদের
               শীরা উপশিরা!!
"রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা"
"রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা"
"রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা"
"রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা"


(উদাসী গীত )