যে লেখাটি এখনো হয় নি লেখা
আমরা তাকেই করছি দোষী
হিসেবের অনেক আগেই
প্রাপ্তি আর হারানোর অংক কষি।


যে পথে চলি নি কখনো
গর্ত পেয়েছি সেখানে
মিথ্যা বলি আলোর খেলায়
চোখ না মেলেই আকাশ পানে।


নীতির খোলসে আপনাকে ভরে
ইতিবাচক কাটাই নি একটি দিন
নিজের হাতকে প্রসারিত করে
বাড়িয়ে চলেছি সময়ের ঋণ।


সোনালি সময়ের পথে একটি ভোর
বাজে নি এখনো সংকেত ধ্বনি
আপনার ভুলে ঘুমিয়ে কাটাই
রাঙা সূর্য যে এখনো উঠে নি।


নিজের রক্ত করি নি পান
সুস্বাদু করেছি পরের খুন
সুখের পায়রা আকাশে চড়িয়ে
মাটিতে জ্বেলেছি আগুন!