দেয়ালিকা নাম শুনলেই চোখে ভাসে ইস্কুল কলেজ অথবা কোনো সংগঠনের দেয়ালে সাঁটা সাহিত্যকর্মের প্রতি। তবে আমার আজকের শিরোনামের ব্যখ্যা শুনলে অনেকে হয়তো অশ্লীল ভাবতে পারেন! (করার কিছুই নেই আমার) ছয় বছর মতিহারের সবুজ (?) চত্বরে থেকে আমি স্বচক্ষে দেখেছি এসব দেয়াল সাহিত্যকর্ম। অনেকেই হয়তো জানেন আমাদের রাজশাহী বিদ্যালয়ের ক্যাম্পসকে প্রেমিক আর রাজনৈতিক বক্তারা আদর করে এই নামে ডাকেন।


তো সেই বিদ্যাপিঠের দেয়ালে দেয়ালে যেই সাহিত্য চর্চা হয় তাই আজকের দেয়ালিকা! আজ শুধু বলব কিছু কবিতার পংক্তিমালা। যা শোভিত করে আছে প্রতিটি হল, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, মিলনায়তন আর কেন্দ্রীয় লাইব্রেরির টয়লেটের আভ্যন্তরিণ দেয়ালে!
যেমন:- ভোগে নয় ত‌্যাগেই সুখ।


'আস্তে ছাড়ো বাহে
তব ত্যাগ গাহে।'


ভাবছেন বসে কবি
কোন নয়নার ছবি!


কবিরা অমবস্যা রাতেও চাঁদ দেখে


লিখতে পারি, পড়তে পারি না


কবিরা সব ভুলে যায়


উপরে তাকিও না সখা
লাগবে বড় একা!


...........................
বাকি যে গুলো আছে তা লিখতে সেন্সরের প্রয়োজনে আমি ক্ষমাপ্রার্থী। যে কেউ ইচ্ছে করলে দেখে আসতে পারেন।


.......
.....
.
.
বি.দ্র.: সাত বছর আগের কথা। এরই মধ্যে কোনো বেরসিক প্রশাসন যদি দেয়ালে চুনকাম করে থাকে, তাহলে আমি দায়ী নই।