সবারই কথা বলার সমান অধিকার
কিন্তু, সবাই বলতে পারে না!
তাই আমরাই সব কথা বলে যাই।


সবারই শোনার অধিকার রয়েছে
কিন্তু! সবাই শুনতে পারে না
তাই তোমরাই সব কথা শুনে যাও।


সবারই আছে ভোগ করার সম অধিকার
কিন্তু! সবাই তা পারে না
তাই আমরাই সব ভোগ করে যাই।


সবারই দেখার সমাধিকার আছে
কিন্তু! সবাই দেখে না
তাই তোমরাই সব দেখে যাও।


সবারই আছে স্বাধীনতার অধিকার
কিন্তু! সবাই তা পায় না
তাই আমরাই পেয়ে যাই সব স্বাধীনতা।


সবারই আছে স্বপ্ন দেখার অধিকার
কিন্তু! সবাই তা দেখে না
তাই তোমরাই শুধু স্বপ্ন দেখো।