তোমার তুলির এক আঁচড়ে
পাল্টে কেমন পটভূমি।
তোমার তুলির এক আঁচড়ে
রক্তে রঙ্গিন সুর বিলাপ
তোমার তুলির এক আঁচড়ে
চিত্র থেকে মানচিত্র
ক্ষয়ে ভাসে শূণ্যাঁচলে
রক্তে আঁকা সেই চিত্র
পাল্টে কেমন করুণরূপে!
তোমার তুলির এক আঁচড়ে
রঙ বদলের জোয়ার আসে।
তোমার তুলির এক আঁচড়ে
কায়া থেকে ছায়া ভাসে
সেই ছায়াতে নেই যে কথা
সেই ছায়াতে নেই যে আবেগ
সেই ছায়াতে নেই যে দাবি।
মাঝে মাঝে গোমড়ে উঠে
করুণ সুরে বিলাপ ছড়ায়
বন গহীনে পবন দোলায়
পাখির গানে নাঁকি স্বরে
গেয়ে উঠে আপন মনে
ও আমাদের স্বৈরশিল্পী!