স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
পলাশী প্রান্তর থেকে শাহবাগ চত্বর।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
১৭৫৭ থেকে ২০১৪-এর শেষ।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
রঙ বদলের রক্ত রক্ত খেলায়।
আমার ভাইয়ের পিঠে ছুরি বসিয়ে
হুকুমের পোষাকে রাইফেল কাঁধে
বুলেটের ক্ষতে, হত অনাহতে ।
গগণ বিঁদারী কান্নার রোলে
মা আর বোনের আঁচল ছিঁড়ে
সভ্যতা আর সংস্কার প্রচ্ছদে
রক্ত আর লাশ, মিছিল আর সভা
বারবার একই নাট্য, মঞ্চের বিস্তৃতি
নতুন নতুন শিরোনাম আর ব্যানারে
নতুন কোনো নায়কের আগমনে
বারবার একই দৃশ্য, নতুন মঞ্চে
রক্ত আর লাশ, মিছিল আর সভা।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
১৮৫৭ সালে সিপাহী বিপ্লব নামে
১৯০৫ এসে বঙ্গভঙ্গ রঙ্গবঙ্গ ছলে
ধর্মের নামে শুধুই ধর্মের নামে
যোজন ব্যবধানে করলে ইতিহাস।
১৯৪৭ সালে ভারত আর পাকিস্তান
ভাষার নামে আবার খুজলাম তোমায়
১৯৫২ সালে, নতুন মঞ্চে নতুনের আগমনে।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
উনসত্তরের গণঅভ্যুত্থানে
সত্তরের নির্বাচনে নৌকা মার্কায়।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
একাত্তরের রণাঙ্গণে
উর্দি থেকে কৃষকের লাঙ্গল
অফিস পাড়া থেকে সবজির ক্ষেতে।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
একাত্তরের ষোলই ডিসেম্বরে।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
পচাত্তরের রক্ত থেকে রক্তের হাসিতে
সিপাহী জনতার বিপ্লব আর রংধনুতে
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
বিরাশীর লাঙ্গলের মুঠি ধরে
আপোষ আর সংহতির নাট্যকলায়
নতুন নতুন চরিত্রের আগমনে।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
নব্বইয়ের গণজাগরণে, জনতার বিজয়ে?
গণতন্ত্রের নতুন এক মোড়কে।
একানব্বইয়ের ধানের শীষে
সোনালি বাতাস বইয়ে।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
ছিয়ানব্বইয়ের নৌকার বিজয়ে।
উল্লাস করেছি ভাইয়ের রক্ত মেখে
বন্ধুর সম্পদ চুষে চুষে।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
দুই হাজার একে। জোট আর ভোটে
যদিও জনতা জানে না মানে
ভোট আর জোট, কিংবা গণতন্ত্রের পরিচয়।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
দুই হাজার সাতে, নিজের আমন্ত্রণে
নতুন সংজ্ঞায়, নতুন বর্ণমালায়।
স্বাধীনতা তোমায় খুজেছি আমরা
দুই হাজার আটে, নৌকা আর লাঙ্গলে
সেই একই নাটক, একই মঞ্চে
রক্ত আর লাশ, মিছিল কিংবা সভা।


হায়রে আজব জনতা আমরা
কখনো স্বাধীনতা কখনো গণতন্ত্রের নামে
ছুটেছি কাদের ইশারায়
কেউ জানি না, কেউ জানে না
স্বাধীনতা কী, কী বা আছে গণতন্ত্রে
রাজসভাতে রাজাই তো রাজা,  
জনতা তো চিরকাল থাকবেই প্রজা!