রাখছি খবর দেশ বিদেশের,    গ্রহ গ্রহান্তরে।
কেউ জানি না ঘরের খবর, কী আছে অন্তরে!
ফুটে কখন মনের ফুল
মূলের ভিতর কত ভুল
ভুলে গিয়ে ঘরে বাইরে, করছি মন্বন্তরে!


আলো দিয়ে দেখছি ভুবন, চোখের দৃষ্টিতে
আঁধার হলে চোখ যে অচল, সকল সৃষ্টিতে
কেউ জানে না কার ইশারায়
গভীর ঘুমে চোখের তারায়
চোখ বুজিয়া স্বপ্ন আমরা দেখছি কেমন করে!


সময় দিয়ে ঘেরা জীবন, সুখ দু:খময়
ভয়ের ভিতর ভয়ের বসত, করব তাকে জয়
কেউ জানে না সময় মানে
কী যে আছে জ্ঞান বিজ্ঞানে
একরাতে হাজার রাতের দেখছি স্বপনভরে!


***********************
উদাসীগীত -> উদাস কবি
১০.০৯.২০১৪