অন্য এক আকাশের নিচে
অন্য এক সুনীলের প্রবাহে
সব সময় শান্ত আর স্থির
হৃদয়ের টানে অন্য কিছু
তামাটে মেঘে শুভ্র কেশর
আকর্ষণীয় বিজলী চমক
রূপালি অশ্রুুর অন্যধারা।
তার নিচে এক জনপদ
কখনো মনের মতো, কখনো
হৃদয়ের হাতছানিতে অন্যকিছু
ইথারের সব শক্তি আর
তরঙ্গমালার নিয়ন্ত্রণে
অন্য এক বিজ্ঞান ভুবনে
সত্য আর সরলতার বিজয়ে
সবকিছু মানবতার অধীনে।
সেখানে নেই পরমাণু
আর ক্ষুদ্রাণুর  উত্পাত
নেই কোনো জীবাণু কিংবা
বিষাক্তের সংক্রামক থাবা।
অন্য এক আকাশের নিচে
আমাদের অন্য এক পৃথিবী
শ্যামল ছায়া ঘেরা মায়াবী
আমাদের অন্য স্বদেশ।
আক্রোশ আর লোভের পতনে
ক্ষমতার সব জঞ্জাল ফেলে
হিংসা আর ক্রোধের নিয়ন্ত্রণে
সব রাজঘর, কংক্রিট ভবনে
এক হওয়া কুঁড়েঘরে
অন্য এক সূর্যের হাতছানি
অন্য চাঁদের জোছনা ভরা
আমাদের স্বপ্নীল পৃথিবী।