কখনো ভাবি, এই যে ভালোবাসা তার প্রতি
অন্ধের মতো, গ্রহণ করার আছে কি সম্মতি?
দেবে কি ফিরিয়ে প্রতিভালোবাসা অন্তরে
স্বচ্ছ জলের তরঙ্গ ভেদে, আমার এই বন্দরে।
তার কন্ঠস্বর যেন স্ফটিকের জলে আপনার মুখ
যা বলে তাই শুনি, অন্তরের গভীরে কী যেন সুখ।
তার চোখে ভাসে হতাশার ছায়া, ভরসাহীন দৃষ্টি
জানি, আমার কথায় কখনো মেঘ ঝরাবে না বৃষ্টি
তবুও চাই একটু মমতায়, আমাকে দেখবে চেয়ে
ভরসা না পারি দিতে, অশ্রু ঝরাবো দু'গাল বেয়ে।
বলবো তাকে ভর পূর্ণিমায়, ঐ আকাশের চাঁদ
সেও জানে আমার ভালোবাসায় নেই কোনো খাদ।
পবিত্র উপাসনাগৃহ যেন দেখি তারই শুভ্র মুখ
তারই আরাধনায় পাই আমি শত জনমের সুখ
ছল-চাতুরীর কোনো যোগ্যতা নেই আমার, তবুও
কোন শক্তির অপচেষ্টায় আমায় ভালোবাসেনি কভু