আমি উদ্বিগ্ন নই যেতে
কোনো কিছু পেতে
অসহায় নই অজানায়
আমি জানি ভয় যেখানে
বাস করে গভীরে
চিত্তটা লাফায় অস্থিরতায়
পরাজয়ের কারণে
সবকিছু হারে।
নেতার জন্য কাম্য নয়
একটি গুহার ভিতরে
সম্মুখ বিজয়ের সঙ্গে
আলোকে হারানো।
এটা অন্ধকার
তাই অন্ধকার
আমার ভয় সেখানে নয়
সবার ভয় তাই এটা নয়
ভয়টা শুধু সভ্যতাটকে গুহার ভিতর টানতে
নেতাদের প্রাণান্তর চেষ্টায়।


রক্ষিবাহিনী
পতিত হয়েছে
অবশ হয়েছে অনুচর আর
ভঙ্গ হয়েছে বিশ্বাস
ইতিহাস পাল্টায় ঘরের বিড়াল
জলাতঙ্ক হয় পোষা কুকুরের কামড়ে।
একটি ফাটল সৃষ্টি হয় অগোচরে
শতাব্দীর সেরা চিত্রনাট্য অভিনীত হয়ে
প্রদর্শিত হয় ইতিহাসের প্রেক্ষাগৃহে


সূর্যের সুবর্ণ সময়ে
একটি গ্রহের যবনিকা ঘটে
অভিব্যক্তির সমূহ বিপদে
ত্রুটিগুলো ভুলে গেলে
কালিমা পড়ে আবারো কপালে
ইতিহাস বলে-
আমি নই কারো
সব একা আমার।