আমি বন্ধুকে জেনেছি মুখ দেখে
ভাষাহীন চোয়ালের ক্ষুরধার অভিব্যক্তিতে
দুই ঠোঁটের মাঝে তার ঝরনার গান।
আমি শুনি আর ভাবি, কী যেন নেই
তবুও পাই তার মাঝে আমারই পূর্ণতা!


আমি বন্ধুকে চিনেছি তার চোখ দেখে
পাঁপড়ির মাঝে দৃষ্টিহীন মণিকোঠরের
তীর বেগে ছুটে চলা শিকারের প্রত্যক্ষতা
একটি সাদা পর্দার ব্যবধান, একটি সূতা
আমি তাকে দেখি আর ভাবি, কী যেন নেই?
তবুও পাই তার মাঝে আমারই পূর্ণতা!


আমি তাকে পেয়েছি হৃদয়ের গভীরে
স্পন্দনহীন বুকের মাঝে আকূল করে
সে যেন ডাকে, সাগরে ঢেউ যেন আসে
ঐ হৃদয়ের গহীন থেকে। আমি শুনি
মনের আর্তনাদে কার এক চিত্কার।
আমি ভাবি আর বলি, কী আছে এখানে?
তবুও পাই তোমার মাঝে আমারই পূর্ণতা!