জনতার মুখোমুখি আমাদের প্রধানমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী, বিচারপতি আর সব
অবসরপ্রাপ্ত বিচারপতি। একটি সুন্দর স্বপ্ন।
জিজ্ঞাসা করা হলো, গণতন্ত্রের কী মানে?
শাসনে আর বিরোধীদলে কেমন তার বিন্যাস।
হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী বললেন, ক্ষমতা......
আমরা চাই না; কিন্তু জনগণের আবদার
আর তাদের স্বপ্ন পূরণে আমাদের অঙ্গিকার।
আমাদের পরিকল্পনা আর রঙিন স্বপ্ন
পরিপূরক জীবনের সব বাঁধা দূরিকরণ।
শান্তি আর সুখি জীবনের স্বার্থে, সরকারই
সব ক্ষমতার উত্স! বড় কিছুর স্বার্থে
জনতার সব ছোট স্বপ্নগুলো জলাঞ্জলী।
সাবেক প্রধানমন্ত্রী বললেন, সব বানোয়াট!
লুটেপুটে সব আপনার ভোগে, জনগণ অনশনে
হতাশা আর বিরোধীদলের ব্যর্থ সম্মেলন।
বিচারপতিদের বলা হলো, আইনের চোখ অন্ধ
কী তার মানে, বিচারের সমতা কোন স্বার্থে?
তার বললেন, দুচোখে কালোপঁটি বাঁধা
সত্যিই অন্ধ আইন। ঘোর আঁধারে ঢাকা।
আমাদের চোখ বাঁধা থাকে বলে, সব দেখি
শাসক আর ক্ষমতার চোখে। বিচার অন্ধময়!
জনতার সব তন্ত্র গণমন্ত্রে বন্দি, বিচারে অন্ধ
সব বিচারপতি। কে খুলবে জনতার চোখ
কখন খুলবে বিচারের চোখ,
দুর হবে আইনের অন্ধত্ব।
ন্যায় আর সততার জন্য
গণতন্ত্র আর বিচারের স্বার্থে
দুই চোখে দেখতে হবে
থাকতে হবে দেখার ক্ষমতা।