এমন করে কাছে আসা, ভালোবাসা
                            এমন করে চাওয়া!
শূণ্য হৃদয় দেয় ভরিয়ে, প্রেম ধরিয়ে
                            সকল কিছু পাওয়া!!


শ্রাবণের বৃষ্টি হয়ে, শরতের কাশফুলে
সাগরের কান্না দিয়ে আকাশের দরজা খুলে
আবেগে হাতটি ধরে, এমন করে
                          আরো কাছে যাওয়া!!


শীতের কাঁপন হয়ে, বসন্তের কোকিল গানে
পাখিদের কলরবে, ফুলের মৌ বাগানে
দুজন মিলে খালি পায়ে, মাখব গায়ে
                            পূবালি ভোরের হাওয়া!!


পাহাড়ের ঝর্ণাধারায় সুর ছন্দে ডাকাডাকি
মন মাতানো সর্ষে ফুলে গভীরে কল্প আঁকি
হৃদ গহীনে বাজছে বাঁশি, গানে ভাসি
                             মুগ্ধ কন্ঠে গাওয়া!!


***************************
বিশেষ কথা:
২০১২ সালের আজকের এই দিনে (২৯ সেপ্টেম্বর) কবিতা আসরে আমার প্রথম কবিতা পোস্ট করি। আজ তাহলে আমার তৃতীয় বত্সর এই আসরে। সকলকে আমার অজস্র ধন্যবাদ। কবিতা পড়ার জন্য, সুন্দর মন্তব্যের জন্য সকলের কাছে কৃতজ্ঞ।