আমি পরিবর্তন চাই, সে বলেছিল বড় আক্ষেপে
আমাদের জীবনের চিরায়ত বৃত্তের, মূঢ় পথিকের
সময়ের প্রয়োজনে। কোনো আত্মার পরায়ত দৃষ্টিতে
আবেগের শেষ সীমায় আধ্যাত্মিকতার প্লাবনে।
আমি মনকে বললাম, নিজে তো স্থির হও আগে
পূরণ করো তোমার অভিলাষের কোটা, ক্ষণিকে
ক্লান্তকর কোনো অভিজ্ঞতার দাপটে রঙ যেন না
পাল্টায় বারবার। সময়ের শেষ দাবিটুকু মিটাতে
আমিও আক্ষেপে পুড়ি, মনকে পারি না থামাতে
সে চায়, দাবিয়ে বেড়ায়, পাগলার ঘোড়ার গতিতে।
তারপরও বলি, পরিবর্তন দরকার, খুবই কাঙ্খিত
ইতিহাস আর অতীতের কাম্য বিজয়ের লাটাইয়ে
আমাদের হাতেই থাকা উচিত। কেন সে বারবার
ছুটে যাবে আমাদের নাগালের বাইরে?
বর্তমান আমার, আমাদের একান্ত নিজস্বতায়
একেই গড়তে চাই, ইতিহাসের পাতা ছিঁড়ে
সময়ের সাথে, কখনো তার আগে প্রাপকের
একান্ত সম্মোহন মাধুরীতে, টানে বৃত্তের ভিতরে
তারপরও জীবন আমাদের বৃত্তের গভীরে, সব সময়
বিধিবদ্ধতায় বাস্তব আকারে। এক পলকের স্থিতিতে
পরিবর্তনটা চাই মানসিকতার, পরিবর্তন সময়ের তাগিদে
এক নির্মল পৃথিবীর শ্যামল আদলে, তোমার এবং
আমার। পরিবর্তনটা জরুরী। সময়ের জন্য
জীবনের জন্য। পরিবর্তন সাহসিকতার।