পালিয়ে যায় না বাঁচা, পালিয়ে খায় যে ধরা।
পালানোর ফন্দি ফিকির স্বার্থবাদীর বাঁচা মরা!!
আলোতে ভয় ভীষণ, বাতিটা দেয় নিভিয়ে।
খাবারের নাই যে রুচি, জলও খায় চিবিয়ে!!
কে বা কাকে চিনে, অচেনায় ভাসছে রোজ।
জীবনের জন্ম দিয়ে, জীবেরা হয় নিখোঁজ!!
হতাশার বালুচরে নিত্য খুজি সূর্যোদয়ের জ্যোতি।
পথটাকে আটকে চলি তবুও  সীমাহীন তার গতি!!
মেঘের পাহাড় চুঁইয়ে আসা রোদ্দুর কড়া।
লুকোচুরি জীবনে পলায়ন সফলতা সত্য খড়া!!
পাহাড়ের দেহটাকে শুইয়ে স্নিগ্ধ তুষারপাত।
ঝর্ণাধারা জীবন সবার সুপ্ত বাজিমাত!!
বলতে না পারা বাচালের তবুও যতো বলা।
পূর্ব পশ্চিমে সূর্য যেমন সীমাহীন পথচলা!!


গড়া পৃথিবী ভেঙ্গেচুরে, ভেঙ্গেই হয় গড়া।
পালিয়ে যায় না বাঁচা, সময়ে পড়বে ধরা!!