আমি দেখতে পাই ভালো আকাশের সীমানা
সুনীল আলো, চাঁদের জোছনা প্লাবন খেলা।
গ্রহ নক্ষত্র অণু অথবা পরমাণু, চোখের বাইরে
সৃষ্টিশীল আর অনর্থ তর্কের ঝড়ে, ভাবনায়
যা কিছু সামনে, অথবা আগামীর সম্ভাবনায়
আমি দেখতে পাই তাকে, আপনাকে
দেখতে পাই জলের গভীরে প্রাণের ঠিকানা।
অথচ দেখতে পাই না কাছের মনটাকে
দেখতে পাই না স্বপ্নের ছবিটাকে
পথের দু'ধারে গড়ে উঠা ঠিকানা
চট দিয়ে ঘেরা স্বপ্নীল প্রাসাদ।


আমি পড়তে পারি চোখের ভাষা
পাতায় পাতায়, ইশারায় আর ব্যাখ্যায়
পড়তে পারি কপালের ভাঁজে কত না সুর
ঠোঁটের কোণে সুক্ষ্ণ ছন্দ গান।
আমি বুঝতে পারি মনের খবর
পাখিদের কথা, গাছ আর তৃণলতার ভাষা
ফুল কী চায়, সুর আর গন্ধ
পরের জীবনে বিলিয়ে জীবন গড়ায়।
বুঝতে পারি না স্বপ্ন কী বলে
পড়তে পারি না অনাথের ভাষা
নি:স্বের নির্ঝর কবিতা ছড়া।


শুনতে পারি আকাশের ডাক
সাগরের আহ্বান, ঝরাপাতার গান
শুনতে পারি হৃদয়ের কান্না
অর্থের দানব যন্ত্র সঙ্গীত।
শুনতে পাই না পথিকের আর্তনাদ
ভাসমান মানুষের প্রাণের আকুতি
অন্নহীনের ক্ষুধার গভীর সুর
বাতাস ভারি লাশের করুণ বিলাপ।


০০০০০০০ উদাসকবি ০০০০
০৮.১০.১৪