চিত্তের নৃত্যের বৃত্ত ছেদ করে
দৃষ্টির বৃষ্টি ভেদ করে, আপনার পদে
গায়ে গুরু প্রচ্ছদে, এগিয়ে চলা
শান্ত মোহে ভ্রান্ত পদক্ষেপে
কিছুটা আক্ষেপে, অজানার প্রতি অচেনা টানে
অরণ্য ঘেরা মহীধর বেয়ে, ঘামে নেয়ে
কখনো তপ্ত বালু মেখে, জঠরাগ্নি রেখে
কখনো প্রস্রবণের বাঁধা, কংকর পথে
ধূসর আকাশ নিচে ফাগুনি বটের ধাঁধা
চোখে ক্লান্তের সাদা জল গায়ে শুকিয়ে
আছঁড়ে পাছড়ে তৃণের শিঁকড় ধরে
আরো চলি উর্দ্ধ চলার ঘন আবেগে
আত্ম মত্ত চিত্তকে রেগে, করুণ স্বরে
প্রার্থনায় উঠে দুটি হাত উপড়ে, দাও
আরেকটু শক্তি শৈলারোহণে প্রভু!
ভুল করে কভু পদক্ষেপ যেন
না পুড়ে আক্ষেপে। মেঘের পথে
আরেক ধাপ বেয়ে শৃঙ্গের চুড়ায়
বলছি চিত্কারে যেন, হে মেঘ
আমি এসেছি তোমার দেশে
তোমার পরশে সৃষ্টির শ্রাবণে
আমাকে দাও গো নাইয়ে।